সময় থাকতে কর্ম করো
চেষ্টা করো সদা
সাফল্য তা আসলে তোমার
এটা আল্লাহর ওয়াদা।

কর্মবিহীন জীবন কারো
হয় না কভু সুখি
কর্ম করতে জানে যে জন
হয় না কভু দুঃখী।

ধনী বলো গরিব বলো
কর্ম করে খাও
অলস পানে বসে থেকে
কোন গ্রামে যাও?