ভয় করো প্রভুকে
যেথায় তুমি থাকো
লুকালে তুমি শিশা-ঢালা প্রাচিরে
গুনাহ হবে নাকো।

আল্লাহকে তুমি না দেখিলে
আল্লাহ তোমায় দেখে
কাঁধে থাকা ফেরেশতারা
তোমার কর্মবিধি লেখে।

ভালো-মন্দ যাই করো
হয় না কিছু বাদ
মরার পরে বুঝবে তুমি
ভালো-মন্দ স্বাদ।

মুনকার নেকি ফেরেশতা দু'জন
নেকি বদী লেখে
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত
ভিডিও করে রাখে।