সূর্য ডোবার আগে পাখি
ফিরে আপন নীড়ে
ভোর সকালে শাড়ি বেঁধে
ছোটে নদীর তীরে।

বাসা থেকে বহু দূরে
উড়ে ডানা মেলে  
দূর থেকে দূরে গেলে উড়ে
যায় না পথ ভুলে।

মুখে করে আহাড় আনে
খাবে পাখির ছানা
মাকে দেখে বাচ্চা পাখি
মেলে দেয় ডানা।