আমার যেতে ইচ্ছে করে
প্রিয় নবীর দেশে
যেথায় নবী শুয়ে আছে
নীল গম্বুজ এর নিচে।

পাহাড় ঘেরা মরুভূমি
খেজুর গাছের সারি
যেখানে নবী শুয়ে আছেন
ওই দেশেতে-ই বাড়ি।

উঁচু-নিচু পাহাড় গুলো
ছোট্ট-বড় কূপ
ঠান্ডা-গরম মিশ্রিত দেশটি
বৈচিত্র মাখা রূপ।

তুমি মা-গো দো'য়া করো
নবীর দেশের মাটি
সেখানেতে হয় যে,মরণ
বসবাসের ঘাটি।

কার্ না যেতে ইচ্ছে করে
সোনার মদিনায়
নবীর দেশের ধুলোবালু
মাখতে ইচ্ছে হয়।