মাটির ঘরে থাকতে হবে
জানিনা কত কাল
জন্ম হলে-ই মৃত্যু হবে
কথাই নেই ভেজাল।
থাকতে হবে কবরে জানি
নিঝুম ঘুমের মাঝে
জাগাবে না আমায় ঘুম হতে
নিত্য সকাল সাজে।
এক ঘুমেতে থাকবো পরে
বিছানা বালিশ ছাড়া
চারো দিকে থাকবে আমার
মাটির দেয়ালে ঘেরা।