আমার-ও তো মন চায়
  যেতে ঐ মদিনায়।
  সালাম  জানাতে
  নবীজির রওজায়।

  কেমনে যাবো আমি
  বলো না  দয়াময় তুমি
  তোমার দয়া ছাড়া
   যাওয়া কি যায়।
  
  পাখিদের আছে ডানা
  উড়ে যায় ও মদিনা।
  সালাম জানায় গিয়ে
   নবীজির রওজায়
  আমার-ও তো মন চায়
  যেতে ঐ মদিনায়।

  ধনী-গরিব নেই যে মানা
  যায় চলে যায় ঐ মদিনা।
  সালাম জানায় গিয়ে
  নবিজীর রওজায়
  আমার-র তো ইচ্ছে করে।