সময়ের মূল্য
যে যত করে
তার জীবন তত,সুন্দর করে গড়ে।

সুস্থতা আর সময়
আল্লাহর নিয়ামত
হারানোর আগে,কর তার কদরত।

প্রতিটি সময়ের
প্রতিটি ক্ষণে
হারালে ফিরে,আসবে না প্রাণে।

যাদের দেখেছ
তুমি হয়েছে বড়
তারা বলিবে তুমি,সময়ের মূল্যায়ন কর

নদীর স্রোত,সময়
কারো অপেক্ষায় নয়
ধীর গতিতে ধীরে
নিজেরা পরিবর্তন হয়।