মনে পড়ে যায়,হে প্রভু!তোমায়,
দেখে তোমার অপরূপ সৃষ্টি।
যে দিকে তাকাই নিখুঁত তোমার
যায় না ফিরানো আমার দৃষ্টি।

সবুজে ঘেরা শস্য শ্যামল,
মেঘে ঢাকা নীল আকাশ।
কুদরতি ইশারায় করেছ তুমি,
হিমেল হাওয়া দক্ষিণা বাতাস।

কত নেয়ামত করি উপভোগ,
পাপের নেই তো কোনো  সীমা।
তারপরও ঢেকে রেখেছো তুমি,
জড়িয়ে ধরে তোমার খিমা।