চলতে এই জীবন পথে
পাহাড় সমান দুঃখ
কেন যাচ্ছে নীবে আমার
জীবন নামের সুখ।

মাঝ নদীতে বাইতে নৌকা
বৈশাখ-ই ঝড়
শান্তির আশায় কলি যিনি
সে,এখন পর।

হঠাৎ দেখি ঝরছে বৃষ্টি
আধার কালো মেঘ
পাল উড়াইয়া যায় নি যাওয়া
হয় নি সময় ব্যাগ।

ঝড় তুফানের মাঝে আমি
শক্ত হাতে তরী
কার ঘাটে ফিরবে নৌকা
উঠবো কার বাড়ি।