কাজে কম কথাই বেশি
ছেলেমানুষ কয়
এই গুনটি সবচেয়ে বেশি
মেয়ে লোকের হয়।
কিছু হলে চিল্লায় বেশি
বুঝতে চায় না কিছু
চিল্লাচিল্লি দেখলে হয় মনে
মাসুম বাচ্চা শিশু।
রাগের বেলায় একশ একশ
বুঝের বেলায় নয়
বুঝিয়ে শুনিয়ে মেয়ে মানুষের
মন করতে হয় জয়।
মনে একটু দুঃখ পেলে
চোখে পদ্মা-মেঘনার জল
ঢেউয়ের পরে ঢেউ ওঠে
যেন গহীন কূপের নল