প্রিয় মাতৃভূমি বাংলার প্রেমিকরা
তোমাদের জন্য প্রাণ দিশেহারা ।
নীল আকাশ আর সবুজ মাঠ
সোনালী ধান আর মসৃণ পাট।

উচু পাহাড়,সাগর-নদীর,কূলে
চাঁদের ঝিলিক মিশে যায় জলে।
সাগরের মোহনায় নদীর মুখ
অথৈ সাগর দেখলে কাঁপে বুক।

রক্তে কেনা স্বাধীন ভূ-খন্ড
ভালোবাসি দিয়ে হৃদপিণ্ড।
রাখবো বাজি যুবক মোরা
গড়ব দেশটা উরাধুড়া।