মানুষ করেছে সৃষ্টি প্রভু
দিয়ে অবয়ব আকৃতি।
দেখতে অপরূপ সুন্দর
বিশ্ব জাহানের প্রকৃতি।
মানুষের থেকে নয় সুন্দর
জান্নাতের হুর পরী।
তার থেকে সুন্দর সৃষ্টি
অপূর্ব সৌন্দর্য নারী।
প্রকৃতির কন্ঠ থেকে
সুরেলিত মানুষের কন্ঠ ধ্বনি।
চাঁদের আলো ফুটে রাশি
মানুষের মুখের হাসি।
মানুষ ও প্রকৃতি নিয়ে
কি লিখবে নতুন কবি।
মানুষ হল সৃষ্টির সেরা
হেরে যায় চাঁদ-রবি।