রমজানের ঐ চাঁদ উঠেছে
দিচ্ছে খুশির বার্তা
রাখবো রোজা দিনের বেলা
পাবেনা শয়তান পাত্তা।
আরবি বারো মাসের এক মাস
পবিত্র মাহে রমজান
বছর ঘুরে আসলো ফিরে
স্বগত!আহলান সাহলান।
চারো দিকে খুশির আমেজ
আনন্দে মুমিন ব্যক্তি
ভাঙবো না রোজা ইচ্ছে করেছি
শরীরে থাকতে শক্তি।
আল্লাহর হুকুম মানতে গিয়ে
থাকবো আহার-পানি ছাড়া
মাহে রমজানের স্লোগানটি
ছড়িয়ে দেও গ্রাম-পাড়া।