কত দিন হয়ে গেল,
দেখিনা মায়ের মুখ।
তুমি ছাড়া পৃথিবীতে,
আমি পাই না সুখ।

তোমার পায়ের নিচে মা,
জান্নাত-জাহান্নাম।
মা কে কষ্ট দেওয়া,
প্রভু করছেন হারাম।

তোমার কারনে মা,
দেখেছি পৃথিবীর আলো।
মায়ের দো'আ ছাড়া,
থাকে না কেউ ভালো।
  
দেখিলে তোমার চেহারা,
পাওয়া যায় হজ্বের সওয়াব।
যতবার তাকায় সন্তান,
মাফ হয় তত পাপ।

আঁধারে আলোতে-মা,
সদা খুজি আমি তোমায়।
তোমার মত এত আদর,
করে না কেউ আমায়।

আঁচলে ঢেকে রেখে,
বুকেতে জড়িয়ে ধরে।
যখন কেঁদেছিলাম,
আগলে রেখেছিলে মোরে।