লাইলাতুল কদর মহিমান্বিত
পূণ্যময় এক রাত
মমিন মুসলিম রাত্রি জেগে
পায় এবাদতে স্বাদ।
শেষ দশকে বেজোর রাতে
শবেকদর তালাশ করো
হতভাগাদের তালিকা মুছে
সৌভাগ্যে যুক্ত করো।
শবে কদর এক রাত্রি যা
হাজার মাস থেকে উত্তম
প্রথম আসমানে এসে প্রভু
বান্দাকে ডাকে অবিরাম।
হে প্রভূ!তুমি এ রাতে ক্ষমা কর
সকল মুসলিম নর-নারী কে
তোমার দয়ার আধারে আচলে
বেঁধে প্রত্যেক পাপিতাপীকে।