আমাদের ঐ গ্রামের পাশে
এক কুঁজো বুড়ির বাস।
সন্ধ্যা হলে প্রদীপ জ্বালায়
প্রভাতে ডাকে হাঁস।
টিপ-টিপিয়ে জ্বলে বাতি
ছড়িয়ে পড়ে আলো।
নাতি পুতি খুঁজে এলে
ভোরের শরীর ভালো।
এরাই ভালো ভালো মানুষ
নেই কো বুড়ি ভয়ে।
চিন্তা ছাড়া ঘুমিয়ে পড়ে
পালঙ্ক ছাড়া শুয়ে।
সাদা-সিধে জীবন বুড়ির
চিন্তা মগ্ন সদা
সাদা বুড়ি প্রস্তুত থাকে
ডাকবে কখন দাদা।