সাইনবোর্ড ল্টকানো,
কাজী অফিস যত।
যত্রতত্র গজানো,
ব্যাঙের ছাতার মত।
বিবাহ বিচ্ছেদের অন্যতম কারণ
পেতেছে ফাঁদ নয় তো হয় মরন।

নাক ধরে টিপ দিলে,
বেরিয়ে পড়ে দুধ।
মা-বাবা রাজি না থাকলে
কিযে বলে না,উধ?
কথায় কথায় বলে চলো বিয়ে করি
নিলে মিশে দু'জনে সংসার গড়ী।

ছেলে-মেয়ে থাকলে রাজি,
ডাকে ওরা বিয়ের কাজী।
নিত্য নতুন বিয়ের কয়েক দিন
ধুমধাম চলে বিয়ে যেদিন।

মাস খানেক পেরিয়ে গেলে,
শুরু হয়ে যায় গোলমাল।
শুধরে দেওয়ার থাকে না কেউ
উভয় সংসার টালমাল?

সমাজের কাছে ঘৃণীত ওরা,
পরিবারেরা দেখাতে পারে না মুখ
বিয়ে-শাদী সত্যি হলেও
পায় না ওরা দিব্যি সুখ।