দূর্গম পথ পায়ে হেঁটে
অতিশয় ক্লান্ত
শান্তির ক্ষণিক সুখে
অনুভূতি শান্ত।
স্বার্থ পুষতে আবেগ
ভেতরে ভেতর
আয়নার আড়ালে মুখ
বড্ড স্বার্থপর।
নিঃসংকোচে প্রতারণায় ঝাল
আলিঙ্গন পেল
তাড়াহুড়া,ব্যস্ততা,চিন্তা
ধেয়ে নিলো।