কাশফুলে আর ঘাসফুলে,
বেলি ফুলের গন্ধে।
হাসনা-হেনায় ছন্দ মিলায়,
হৃদয় আনন্দে।

সকাল সকাল শুভ সকাল,
শুভ হোক সন্ধ্যা।
ফুল প্রেমীদের জানাই সালাম,
দিলাম রজনীগন্ধা।

সকাল সাজে শাপলা ফুলে,
রক্ত জবা লাল।
নাকফুল ফুটে জুয়েলারে,
উপহার দিলাম।