সাগর নদী আর পাহাড়ে ঘেরা,
আমার জন্মভূমি সৌন্দর্যে সেরা।
সাগরের ঢেউ আর পাখিদের গান,
গুনগুন আওয়াজে জুরায় প্রাণ।

আজানের সুরা আর মোরগের ডাক,
ভাঙ্গে ঘুম আমাদের হয় যে,প্রভাত।
প্রজা-পতি আর ময়ূরের ডাক,
পাখা সূর্যের কিরণে ছড়িয়ে দিতে সখ।

মাঠ ভরা ফসলার আর নদী ভরা জল,
নানা রকম ফুল আর গাছ ভরা ফল।
মাঠে আর ঘাটে মানুষের ভিড়,
সন্ধ্যা বেলায় ফিরে তার নীড়।