সবুজ গাছের পাতার নিচে
ডাকে ঝিঁ ঝিঁ পোকা।
ধরতে গেলে,পায় না খুজে
হয়ে যায় বোকা।
পাতার সাথে মিশে থাকে
হয়ে যায় নিঝুম চুপ।
সত্যিকারে পারে না বলতে
ঝিঁ ঝিঁ পোকার রুপ।
গাছের ডালে পাতায় ডাকে
ডাকে লোকের সামনে।
ইচ্ছে সবার দেখাতে তাদের
ডাকে পোকা কেমনে।
গ্রীষ্মকালীন বৈচিত্র সময়
উচ্চ শব্দের গায়ে গান।
দশ হাত দূরে গাইতে থাকে
বিরক্ত মানুষের প্রাণ।