যে মাহে রমজানের শেষ দশকে
     আরাধনায় ইতিকাফ করবে
  সে দু'টি ওমরা,দু'টি হজ্বের
আদায় করার সব পাইবে।

        জাহান্নাম দূরত্বের পথ থাকিবে
    তিন খন্দক দূরত্বের ব্যবধান
মুতিকাফ জিকির আসকার করিলে
তফাত হবে জমিন আসমান।

         বে-জোর রাতে শবে কদর নিহিত
     যা হাজার মাসের থেকে উত্তম
  ইতিকাফ সুন্নতে মুয়াক্কাদায় কেফায়া
আদায়ে আল্লাহর সান্নিধ্য পেতাম।