তোমার হাসিতে যেন
চাঁদও পায় লজ্জা।
তোমারি হাসিতে যেন
হয় ফুলশয্যা।।

তোমার হাসিতে যেন
লুকায় চাঁদ-তারা।
তোমার হাসিতে যেন
ফুল দেয় পাহারা।

তোমার হাসিতে যেন
বসন্ত ফুল ফুটে।
তোমার হাসিতে যেন
ফুলের ঘ্রান ছুটে।