মায়ের মুখে হাঁসি দেখে
আনন্দ যে পাই
বুক ভড়া দুঃখ থাকলে
বলতে নাহি চাই।
মায়ের কথায় বুঝতে পারি
কেমন আছেন তিনি।
হাজার দুঃখ লুকিয়ে রেখে
আলহামদুলিল্লাহ-বলেন!যিনি।
মুচকি হেসে বলেন,খোকা
কেমন আছিস বল।
স্বাস্থ্য শরীর কেমন আছে
খানা খেয়েছিস,আজ-কাল?
মা হাসিলে বিশ্ব হাসে
খুসি আল্লাহ তা'য়ালা
মাকে খুসি রাখে পড়াবে
জান্নাতে গলার মালা।