হারিয়ে যাবো কোন একদিন
থাকবো না তোমাদের মাঝে
তোমরা আমায় করবে মনে
রোজ সন্ধ্যা-সাজে।

মায়া ভরা পৃথিবীতে
সবাই থাকতে চায়
দীর্ঘ আশায় জীবন-যাপন
তবে, থাকার কি উপায়?

এই পৃথিবী এমনই ভাই
সবাইকে নেয় কোলে
সময় হলে দেয় গো ছুরে
আবার যায় ভুলে।