বসন্তকালে যে,ফুলের গন্ধে ঘুম আসেনা
সে ফুল খুব চেনা-জানা হাসনাহেনা।
হাসনাহেনা ফুলের মুখরিত মিষ্টি সুগন্ধে
এলাকা জুড়ে ঘ্রানে সুবাসিত বেলা সন্ধ্যে।
সন্ধ্যের পর ফুলপ্রেমি মানুষের আনাগোনা
নিরব-নিথর সাব নেয় ফুলে বিশ্রাম তুলে ফনা।
মাতাল ঘ্রাণে বুঁদ হয়ে,নির্ঘুম রাত পার
মিষ্টি সুবাসে ভরিয়ে তুলে মনোমুগ্ধকর।
ধীরে ধীরে রাতে ফুটে উঠে
হাসনাহেনা সূর্যাস্তের পর,সন্ধ্যে ফোটে।