গুজব এখন নিত্য অভ্যাস
ভুল তথ্য ছাড়াতে ব্যস্ত
ইসলামে গুজব ছড়ানো শাস্তিযোগ্য
দৃষ্টান্তমূলক শাস্তি ন্যাস্ত।
গুজব ছড়ানো মুনাফিকী কাজ
জাহান্নামে যার স্থান
ভিত্তিহীন সংবাদ ছড়ানো দ্বারা
সম্মানিত ব্যক্তি অপমান।
ব্যক্তি রীতিমতো ছড়ালে গুজব
বদ-অভ্যাস হয় পরিণত
মহামারীর আকার করে ধারণ
কু-স্বভাব আছে যত।
চরিত্রবান ব্যক্তির ব্যভিচার রটানো
আশিটি করে বেত্রাঘাত
চারজন সাক্ষী প্রমান অপারক হলে
ফাসিক পরিচয় স্বজাত।