আমার বাড়ির ফুল কাননে
ফুল ফোটে না আর
ফুল কুড়িয়ে নিতো যিনি
পাই না দেখা তার।

বেলকনিতে দাঁড়িয়ে থেকে
দেখিতাম উঁকি মেরে
ফুল প্রেমি কে নিয়ে ভাবতাম
আসবে ফুলমালির ঘরে।

তোমার সাথে ফুলের সাথে
কি দারুন মধুর মিল
রাত্রিকালের সুবাস ছড়ায়
লাগতো আমার ফিল