ফুল বাগানে ফুটলো ফুল
ফুলের ঘ্রাণে মানুষ ব্যাকুল।
কাঁঠাল আম গাছের জাম
খেতে চড়া মূল্য দিয়ে দাম।

পাতাঝড়া গাছে অপূর্ব ফুল
আম ফুল,জাম ফুল ও শিমুল।
দক্ষিণা অঞ্চলে ফুটে চেরি ফুল
গ্রামীন পথে খয়েরী লাল ফুল।

ফাগুন সৌন্দর্য ফুলে শোভাময়
চৈত্র ততটা ফলবন্ত প্রাচুর্য হয়।
ফুল দিগন্তে নববধু লাবণ্যময়
ভ্রমরের গুঞ্জন মুখরিত পাহাড়ায়।