লেখাপড়ার ধারধারে নাই
সমাজের দায়িত্ববান নেতা
প্যান শার্ট আর টাই পরে ঘুরে
চামচায় ধরে মাথায় ছাতা।
পাঁচ সাবজেক্টে পরীক্ষা দিয়ে
চার সাবজেক্টে-ই ফেল
শিক্ষিত মানুষকে বুঝাতে যায়
সত্যি বললে!মাথায় নাই আকেল।
ক্লাস ফাঁকি রেকর্ড জুড়ে
পরীক্ষায় ধান্দা করে নকল
সরকারি চাকরিতে মামু খালু
আলগে ধরো তোমরা সকল।
রেজাল্টের সময় দোয়া খতম
ফলাফল ঘোড়ার আন্ডা
চেচা-মেচি শিক্ষকের সাথে
কে করিবে তার মাথা ঠান্ডা।