দেখছি ঘুরে বিশ্ব আমি
ফেসবুক-ই কারন
ফেসবুক যদি না থাকিত
পাইতাম না প্রিয়জন।
ফেসবুকের জন্মদিনে
হাজার হাজার সালাম
ফেসবুক মামা ফিরে তাকাও
এই মর্মে কালাম।
ফেসবুক মামা জানো কি তুমি?
আমি গরিব ছেলে
রাত্রিকালীন ঘুমিয়ে থাকি
নিয়ে তোমায় কোলে।
৪-ই ফেব্রুয়ারি জন্ম তোমার
ব্যবহারকারীরা জানুক
ছড়িয়ে দাও এই কবিতাটি
বিশ্ববাসী দেখুক।