আমি হবো দ্বীনের দায়ী,
করছি শপথ কুরআন ছুঁয়ে।
সত্য বাণী পৌঁছে দেবো,
আঁধার ভেঙে আলো ছড়িয়ে।

কুরআনের সেই শিক্ষা নিয়ে,
জীবন গড়বো ন্যায়ের পথ।
হাদিসের সেই দিশা পেয়ে,
ছড়াবো শান্তির বার্তা যথ।

অন্যায়ের সে বেড়াজালে,
হবো আমি দৃঢ় দেয়াল।
তাওহিদের সে ডাক শুনিয়ে,
জাগাবো তপ্ত জনপদ কাল।

লালন করবো আদর্শ মোবারক,
নবীর সুন্নাত আঁকড়ে ধরে।
প্রভুর পথে থাকবো অবিচল,
ভয় না রেখে অন্তরে ভরে।

আল্লাহর প্রেমে জীবন কাটবে,
দাওয়াহ হবে আমার পরিচয়।
আমি হবো দ্বীনের দায়ী,
সত্যের পথে অটল রয়।