দীর্ঘদিনের ক্ষুধার্ত ও-ভাই
পেটে প্রচুর পরিমাণে ক্ষুদা
দ্রুত নির্বাচনে বিজয় পতাকা
স্ব-হাতে উড়াতে কেউ রুধা।
ওহ্ ওহ্ ধৈর্য হারা হয়ে যাচ্ছি
সংস্কার করবো মোরা
আবির্ভাব দেখি নতুন দলের
ক্ষমাতা পিপাসু ওরা কারা।
স্থানীয় নির্বাচন আগে না ভাই
জাতীয় নির্বাচন আগে
জাতীয় নির্বাচনে জিৎলে মোরা
কন্ট্রাক্ট নিব ভাগে ভাগে।
লোকে যেমনে বলুক রে ভাই
মোদের দেখার সময় নাই
হারলেও মোরা জিৎলে মোরা
দ্রুতগতিতে নির্বাচন চাই।