অভ্যুত্থানের পর সম্প্রতি দেখি
প্রকাশ্যে হত্যা,ছিনতাই,ধর্ষণ।
দৃশ্যমান দিবালোকে চাঁদাবাজি
নীরব ভূমিকায় তাকিয়ে দর্শন।

ধর্ষণ শব্দটি প্রায়ই কানে বাজে
ধর্ষকের হয় না কভু বিচার
ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড
দৃঢ়প্রত্যয় ব্যক্ত করি,কেন পার?

ধর্ষণের ঐ আর্তনাদ শুনে কাঁদে
হাজারো শিশুর মায়ের বুক
কুলাঙ্গার,নর পিছাস ধর্ষণ করে
অবুঝ শিশুর হাত-পা বেধে মুখ।

ফাঁসি চাই বিচার চাই
আর দিব কত স্লোগান
ইন্টারিম দেখিয়ে দাও
ডাইরেক্ট অ্যাকশন।