চাই চাই
সুন্দর একটা জীবন চাই
যে জীবনের সুখ আছে
দুঃখের লেশমাত্র নাই।।

চাই চাই
কাম-কাজ ছাড়া জীবন চাই
যে কাজ-কামে ঘাম নেই
শুধু আরাম আর আরাম পাই।।

চাই চাই
সমর্থন ছাড়া ক্ষমতা চাই
কে আছে কে নাই তা দেখতে নাই
দীর্ঘ সময় ক্ষমতার চেয়ার চাই।।

চাই চাই
জাহান্নামে যেতে না চাই
নেক আমল ছাড়া জান্নাত চাই
সুন্নাত পালন না করে উম্মত হতে চাই।

চাই চাই
অতীতে যা হারিয়ে এখন নিঃস্ব
তা পুনরায় জীবনে ফেরত চাই
নতুন করে ভবিষ্যতে যেন জীবনের না হারাই।