গ্রামের ওই চেরাগ আলী
সহজ সরল মন
তাসবিহ হাতে আযান দিতে
মসজিদে যায় তখন।
জিকির জিকির আখেরাতের
মৃত্যুর চিন্তায় থাকে
নিজ মহল্লার জোয়ান-বুড়ো
আল্লাহর পথে ডাকে।
মরার কথা চিন্তা করে
কয়না কভু মিথ্যে
দৃঢ় থাকে ন্যায়ের উপর
অটল থাকে সত্যে।
বিশ্বাস করে চেরাগ আলী
নেট ছাড়া নাই উপায়
অযথা সময় নষ্ট না করে
মসজিদে সময় কাটায়।