নেতার নামে চাঁদাবাজি
গায়ের জোরে দাপট।
নজির বিহীন এ কর্মে
পাতি নেতাদের সাপোর্ট।
চাঁদাবাজি কবিরা গুনাহ
এর থেকে ভিক্ষাবৃত্তি ভালো।
হালাল ভাবে কামাও টাকা
সমাজের নজরে হইবা না কালো।
গাড়িতে চাঁদা বাড়িতে চাঁদা
বাজারে চাঁদা প্রতি রোজ।
নেতার নামের চাঁদা তুললে
প্রশাসন রাখে এ চাঁদার খোঁজ।
চাঁদাবাজিতে নতুন টাকা
ছিড়া টাকা দেয় ভিক্ষায়।
ভিক্ষাবৃত্তি ছেড়ে দিয়ে
নেতার সাথে চাঁদাবাজিতে আয়।