কোকিল তোমার এত সুর
কোথা থেকে এলো?
কুহু কুহু বিরহী ডাক
তোমার কন্ঠে কে দিল?
মধুর স্বর কানে বাজে
বেদনা সুর লহরীতে।
চারপাশ মাতিয়ে তোলো
নিজস্ব স্বর গলাতে।
বসন্ত ঋতুর উষ্ণার পরশে
মৃদু স্বাচ্ছন্দ্যাবোধ।
সকাল দুপুর সন্ধ্যে গান গাও
কে আছে করবে রোধ।