ঋতুর রাজা বসন্ত এলো
শীতের পরে পরে
উড়ছে কোকিল দিচ্ছে ডাক
প্রতি ডালে ডালে।

ফাল্গুন চৈত্র মিলে বসন্ত ঋতু
গ্রীষ্ম ঋতুর আগে আগে
বসন্ত ঋতুতে ফুল পাওয়া যায়
মহুয়া,কুসুম,পলাশ,গাবে।

দক্ষিণা ঝির ঝিরে বাতাস
ঋতু চক্রে নতুন ঘাস
শীতে ঝরা পাতা বৃক্ষগুলো
নব জীবনের উচ্ছ্বাস।