বড় লোকের বেডি
শর্ট-কাট চুল
পড়ালেখায় যেমন তেমন
কাজে কর্মে ভুল।
প্রসাধনী লিপস্টিকের ঠেলায়
বাবাকে নব্য নামে ডেডি
পিছন থেকে যায় না চেনা
ছেলে না-কি বেডি।
ওড়না টা কে গলায় দিয়ে
হেলে দুলে হাটে
কালো চশমা চোখে দিয়ে
তাকায় পথে-ঘাটে।