গল্পটা কেমনে শুরু করি
বন্ধু গুলো খুব দুষ্ট ভারি
এক সাথে সবে গাইবো গান
অতীতে স্মৃতি ধান করে
জুরাবো প্রাণ-

বন্ধু মানে কি এমনই হয়
আড্ডায় বসে ওরা
মিলে মিশে গান গায়
হৃদয় দেয় নড়া।

এমন একজন বন্ধু দরকার
যে,দুঃখগুলো বুঝবে
কখনো যদি যাই হারিয়ে,
মনে মনে খুজবে।

বন্ধু তো সবাই হয়
প্রয়োজনে নয়
বন্ধুর মতো বন্ধু হলে
একজনই হয়।