ফজরের আজান শুনে
ভাঙ্গে যেন ঘুম
ঘুমিয়ে থেকে যখন শুনি
আস-সালাতো খাইরুম।

আযানের ধ্বনিতে কাপে
উঁচু সু-মিনার
সুরের মর্জনায় কাপে-ই
হৃদয় আমার।

আজানে আজানে যেন
মুখরিত গ্রাম
যেন ডালে বসে ডাকছে
ধলাকোমর শ্যাম।