কার স্মৃতি ধরে আমি
                  অবিরত কবিতা লিখি
সে তো আবৃত্তি করবে না
                   খুলে দু'টো আখি।

লিখে যাবো আমার মত
                অতীত জড়ানো স্মৃতি
অপ্রত্যাশিত আশার দৃশ্য
                  হৃদয় আঁকা প্রীতি।

হারানো মনের নিবিড় প্রশ্ন
                  কি দিয়ে দিব সান্তনা
যার চলে যায় সে বুঝে
                  বিরহ ব্যথা বেদনা।

সে দিন হয় তো দেখবো না
                পড়ো কিনা না পড়ো তুমি
যদি পড়বে বলে আশায়
                 কবিতা লিখে যাব আমি।