না জানা কত ইতিহাস
হাসিনার বিগত ১৫ বছর
ক্ষমতাচ্যুতির পর দেখি
বন্দিশালা আয়না ঘর।
দায়িত্ব ছিলো টেররিজম
ইন্টেলিজেন্স ব্যুরো
হারমানাই-ছে আইয়ামে
জাহিলিয়াত কর্ম
তুরু-তাজা যুবকদের অন্যায়
ভাবে করতো বন্দি
আয়নাঘরের ভয়-ভীতি দেখিয়ে
আটতো নানা ফন্দি।
যেখানে খাওন সেখানে-ই ঘুমান
সাথে ছিল বাথরুম
বিকট শব্দে ফ্যান ছেড়ে দিয়ে
করে দিতো নির্ঘুম।