আপনি আছেন আমার প্রেমিকার হাতের
প্রথম গোলাপে,
আমনের কাঁচাপাকা ধাঁনে আর তৃপ্তির হাসিমাখা মুখে।
আপনি আছেন আমার মায়ের
প্রথম দুঃখে
বাবার প্রথম বিষাদের সাক্ষী হয়ে।
আপনি আছেন "১৪৪"ধারাকে ভুড়ো আঙুল দেখানু
প্রথম হরতালে
খণ্ড'কালীন মিছিলে
প্রথম দশটি মুষ্টিবদ্ধ হাতে।
আপনি আছেন হানাদার বাহিনীর বুলেট ঝড়া
প্রথম শহীদের রক্তে
৫২নের প্রথম কারাবাসের আর্তনাদে
আপনি আছেন প্রথম ধর্ষিত রমণীর চিৎকারে
শ্লোগানে শ্লোগানে মুখরিত রাজপথে
"রাষ্ট্রভাষা বাংলা চাই"
বীরসেনানির উচ্চারিত ঠোটের শব্দে।
আপনি আছেন যুদ্ধোশিশুর বিলাপে
লুটে যাওয়া রমণীর বিষাদে।
আপনি থাকবেন
৭১রে নৃশংস'তার রাজসাক্ষী হয়ে,
আপনাকে পাওয়া যাবে বাংলার অলিতে গলিতে
আরেক ফাল্গুনে।
- প্রিয় জহির রায়হান।