হাহাকারের কঠিন পথ ঘুরে ঘুরে
হতাশার চুম্বনরস গিলে
তুমি দেখে নিও -
বিপথগামী ওই তরুণ ছেলেটি
একদিন ঠিকই খুঁজে নিবে সঠিক পথ।
আখন্দ বহু মূলের গন্ধে
অন্ধকারের নাড়ি ছিঁড়ে ভোরের নব'সূর্যের মত....!
হতাশার মহা সমুদ্রঝড় সহে
তুমি দেখে নিও!
পথদ্রষ্ট জাহাজের নাবিক
একদিন ঠিকই খুঁজে নিবে সমুদ্রবন্দর।
আমনের গন্ধে কৃষক যেমন
নবান্নের আগমনকে  জানায় স্বাগত
তোমরা শুধু সেদিন........।