এত দিন ধরে অনেক খুঁজেছি তোমারে -
                                 কোথায় ছিলে তুমি ;
কত খুঁজেছি তোমারে এই বরছড়া ভালু ভূমির ভীতরে ,
                                 কার্তিকের ঝড়ে যাওয়ার দিনে ।

এতদিন ধরে কোথায় ছিলে তুমি অনেক
                                    খুঁজেছি তোমারে
বৃষ্টিতে ভিজে বর্ষার দিনে
                                 তালপাকা চৈত্রের গরমে,

ভালোবাসার সমীকরণে,অনেক খুঁজেছি আমি
                                 কোথায়ও পাই নি কো তোমারে
-না কি তুমি আমার কাছে ধরা দিতে চাও নি ।

মনের ক্যানভাসে কতবার রং তুলিতে তোমারে আঁকিবার
                          -প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বারবার
হাজার বছরের চির চেনা মুখ খানি
                            হয়তো বা আজ চলেছি ভূলিবার ।

রাতের মিটিমিটি অন্ধকারে তোমারে বলিবার ইচ্ছে করে
                           যেও না কো আর আমাকে ছেড়ে
ধরে রাখ তোমার কমল হাতে শক্ত করে
                          হৃদয়ইস্পন্দনে ভালোবাসার বন্ধনে ।