ভালোবাসি জলে বেসে থাকা পদ্মফুল
তোমার খোঁপার চুল
ভালোবাসি তোমার রাঙ্গা'ঠোঁটের হাসি
ভালোবেসে তোমার চোখে ডুবে -ভাসি।
ভালোবাসি ভালোবাসি ভালোবাসি
তোমার হাত ধরে হাঁটতে -কিছু কথা বলতে....
ওগো আমার প্রেম-প্রিয়সী।
তারপর শুনেছি ভেসে'রয়
আমার ভালোবাসা পদ্মপাতার জলে
প্রেমিকার ঘন কালো চুলে
দেখেছি ভেসে'রয় আমার ভালোবাসা
কেবল'ই তোমায় ভালোবাসি বলে।