শুনো হে, কয়সর আহমেদের মেয়ে
তোমারে ভালোবেসে
-আমি জেনেছি, "উবাই" প্রকাশে নামাজ পড়ে
ভীতরে ভীতরে মুমিনকে কি ভাবে করতে চেয়েছিলো
কাফিরের খোরাক।

হায় হায় হাসিমপুরের মেয়ে-তুমি
যদি তায়েফ বাসি হতে
...না বুঝে আঘাত করতে
প্রাণের প্রিয়া
তবে তোমারে ক্ষমা করে দিতাম।


(আবদুল্লাহ ইবনে "উবাই" হচ্ছে মুনাফিকদের সর্দার )