তোমার নিমন্ত্রন লিপি আকাশে বাতাসে
জলে স্থলে ছড়িয়ে দিলাম
পথের ধূলির সাথে গাঢ় চুম্বন দেখে
ঝলমল রৌদ্রে তুমি কখন এলে।
এত দিন একা ছিলাম শূন্যতার ভিড়ে
নক্ষত্র কে সঙ্গী করে!
বুকের ভিতরে বুনেছি বাড়ি
বাড়ির ভিতরে বাগান,বাগানের
ভিতরে ফুল,ফুলের ভিতরে গন্ধ,
গন্ধের ভিতরে প্রজাপতি মত তুমি কখন এলে।
ঝিঁঝিঁ পোকার মত কত না কথাই বলি
রাতের অন্ধকারে !চাঁদ'কে একা
দাঁড়িয়ে থাকতে দেখে!
দল বেঁধে ছুটে চলা জোনাকির
অট্টহাসির ভিতরে তুমি কখন এলে।